আজকাল ওয়েবডেস্ক: লিডসে তৃতীয় দিন ইংল্যান্ডের হ্যারি ব্রুকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন মহম্মদ সিরাজ। শতরানের দিকে এগোচ্ছিলেন ইংলিশ তারকা। মাইন্ডগেম শুরু করেন সিরাজ। তারপরই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দু'জনের মধ্যে বচসা বাঁধে। ইংল্যান্ডের ইনিংসের ৮৪তম ওভারে ঝামেলার সূত্রপাত। সিরাজের বলে পরপর দুটো বাউন্ডারি মারেন ব্রুক। তারপরই একটি বাউন্সার দেন ভারতীয় পেসার। এখানেই থামেননি। ব্রুককে রক্তচক্ষু দেখান। তারপর ইংল্যান্ড তারকার উদ্দেশে কিছু বলেন। তিন বিশেষ পাত্তা দেননি ব্রুক। রান আপে মনোযোগ দিতে বলেন। অবশ্য সিরাজের এই মাইন্ডগেম কাজে দেয়নি। ওভারে ১৮ রান দেন। যার মধ্যে ছিল একটি বিশাল ছক্কা।
বুমরার ৫ উইকেটের ভরসায় প্রথম ইনিংসের শেষে ৬ রানে এগিয়ে ছিল ভারত। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেন ব্রুক। ৯৯ রানে আউট হন। ৪৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ক্রিস ওকসের ৩৮ রানে ভারতের ৪৭১ রানের কাছাকাছি পৌঁছয় স্টোকসরা। অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুরকে নেওয়া হলেও, তাঁকে কম বল করানো হয়। যা ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে। দলের সেরা বোলার বুমরা। আরও একবার তুলে নেন পাঁচ উইকেট। অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয়েছে শুভমন গিলের। কিন্তু তরুণ নেতার বোলিং চেঞ্জ নিয়ে প্রশ্ন উঠছে। রবীন্দ্র জাদেজাকে সেশনের শেষদিকে আনেন। বুমরাকেও অনেক দেরীতে ফেরান। নয়তো হয়ত আরও আগেই শেষ হয়ে যেতে পারত ইংল্যান্ডের ইনিংস।
